সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানালেন হিজলার বিএনপি নেতা আলতাফ হোসেন খোকন

সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানালেন হিজলার বিএনপি নেতা আলতাফ হোসেন খোকন
হিজলা প্রতিনিধি :হাবিবুর রহমান. হিজলা বরিশাল।
বরিশালের কয়েকটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে “হিজলায় অস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।
শনিবার (২৭ জুলাই) দুপুর ২টায় হিজলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। তিনি আরও বলেন, সংবাদে যেসব ব্যক্তির নাম রয়েছে, তারা কখনোই তার সঙ্গে রাজনীতি করেননি এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততাও নেই।
আলতাফ হোসেন খোকন বলেন, “আমি একজন আইনপ্রিয় নাগরিক এবং বহুদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছি। অথচ সংবাদে আমার কোনো বক্তব্য না নিয়েই কাল্পনিক মন্তব্য জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হয়েছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী।”
তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে সংবাদটি অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান এবং বলেন, “সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে কোনো নাগরিককে হেয় বা হয়রানির শিকার করবেন না।”
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—যারা প্রকৃতপক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” প্রতিবাদ সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।